ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ফখরুলের বক্তব্যের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চের প্রতিবাদ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৮, ১৯ সেপ্টেম্বর ২০২২

লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের পাকিস্তান প্রেমী বক্তব্য দেয়ার অভিযোগ তুলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি মির্জা ফখরুলের কঠোর শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুন স্বাক্ষরিত এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়েছে।

লিখিত প্রতিবাদ লিপিতে বলা হয়েছে যে, "সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্য দিবালোকে এক কর্মসূচীতে পাকিস্তানের শাসনামল ভালো ছিল বলে আখ্যা দিয়ে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান ও মহান মুক্তিযুদ্ধকে চরমভাবে অবমাননা করেছেন। তার এধরণের রাষ্ট্রদ্রোহী বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। তৎকালীন পূর্ব পাকিস্তানের বাঙ্গালিদের ওপর পশ্চিম পাকিস্তানের অবৈধ শাসকগোষ্ঠীর ব্যাপক শোষণ, নির্যাতনের ও নিপীড়নের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই-সংগ্রাম করে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল। একাত্তরের পরাজিত অপশক্তি পাকিস্তানের পক্ষে দালালি করে মির্জা ফখরুল ইসলাম প্রমাণ করেছেন যে, তিনি এবং তার দল বিএনপি কখনোই মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। তারা প্রকৃতপক্ষে পাকিস্তানি ভাবধারায় বিশ্বাসী।"

আরও বলা হয়েছে, "মির্জা ফখরুল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদেরকে অবমাননা করে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন যা দেশের প্রচলিত আইন পরিপন্থী। তার বিরুদ্ধে আজও পর্যন্ত বিএনপি কর্তৃক কোন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়নি যার মাধ্যমে স্বাধীনতা বিরোধী অপশক্তির দোসর বিএনপির প্রকৃত চরিত্র জাতির সামনে উন্মোচিত হয়েছে। আইনশৃংখলা বাহিনীর নিকট আহবান, পাকিস্তান শাসনামল ভালো ছিল বলে আখ্যা দিয়ে রাষ্ট্রদ্রোহের অপরাধ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচী ঘোষণা করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।"

এসবি/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি